চট্টল সমিতি দমদম আঞ্চলিক শাখার বার্ষিক মিলন উৎসব সম্পন্ন প্রকাশিত: ৬:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬ তরুণ বিশ্বাস,কলকাতা কলকাতার দমদম বেদিয়া পাড়া চট্টল সমিতির বার্ষিক মিলন মেলা-২০২৬ সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। ১১ই জানুয়ারি ২০২৫ রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ ও মহিলাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ দ্বিপ্রাহরিক প্রীতিভোজ সহ চট্টল সমিতির এই অনুষ্ঠান অঙ্গন একটুকরো মিনি চট্টগ্রামে পর্যবসিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদল কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিব্রাজকাচর্য্য আদ্যাপিঠ এর কর্ণধার ব্রহ্মচারী মুরাল ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনুবন বিহারের অধ্যক্ষ ড. রতনশ্রী ভিক্ষু। দুজনেই তাঁদের বক্তব্যে আধ্যাত্মিকতা,শান্তি,সেবার কথা তুলে ধরেন। অন্য বিশেষ অতিথিদের মধ্যে চট্টগ্রাম পরিষদের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেন চট্টগ্রাম পরিষদের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন ও চট্টগ্রাম পরিষদের আগামী ১লা ফেব্রুয়ারীর কেন্দ্রীয় বার্ষিক প্রীতি সম্মেলনে যোগদানের আহবান জানান। পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সহ সম্পাদক প্রদীপ দত্ত, সাংবাদিক তরুণ বিশ্বাস প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব অব ওয়ার্কিং জার্নালিস্ট এর পক্ষে শাশ্বতী দাস,সম্পা দাস, রাজু হালদার প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মৃন্ময় দাস। তিনি জানান ১২ই জানুয়ারি ২০২৬ মাস্টার দার আত্মবলিদানের দিনে মাস্টার দা সূর্যসেন এর পূর্ণাবয়ব একটি মূর্তি স্থাপন হবে। সম্পাদক প্রদীপ দাস তাঁর সম্পাদকীয় বক্তব্য রাখেন ও আশিস কুমার দাস বাৎসরিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন। সাংগঠনিক সম্পাদক প্রবাল চৌধুরী সমগ্র অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালনা করেন। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: