পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬ অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)থেকেঃ চট্টগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন এলাকার লামার বাজার নামক স্হানে স্হাপিত হাজী মীর আহম্মদ নুর-আল কুরআন একাডেমির শিক্ষক ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক সাধারন সভা অনুষ্টিত হয়েছে। গত শনিবার(১০ই জানুয়ারী) প্রতিষ্টানের অফিস প্রাঙ্গনে অত্র একাডেমী পরিচালনা পরিষদের সভাপতি জনাব মোহাম্মদ আবু তালেব এর সভাপতিত্বে এ জরুরী সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় পরিষদের সকলের সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী তিন(০৩) বছরের জন্য মোতয়াল্লী হিসাবে জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম পীং মরহুম ইদ্রিস’কে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে মোহাম্মদ ছগিরকে দায়িত্ব প্রদান করা হয়েছে।বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় যা অদ্য তারিখ হইতে কার্যকর বলে বিবেচিত হইবে। এতে উপস্হিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জনাব নসরুল্লাহ খান রাশেদ,সহ-সভাপতি মোঃসিরাজুল ইসলাম তালুকদার,সাধারণ সম্পাদক মোঃরাশেদুল ইসলাম সহ মোঃ ইকবাল চৌং,মোঃ নাঈম,মোঃ ফারুক চৌধুরী, মোঃ কায়ছার,মোঃ মতলুবুর রহমান হায়দার, মাওঃ মোঃ ছগির,মোঃ জামাল উদ্দিন প্রমুখ। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: