জলাতঙ্ক নির্মূলে বোয়ালখালী উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬ বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -ঃ বোয়ালখালীতে মরণব্যাধি জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বাড়িতে পালিত ও রাস্তাঘাটের সকল কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা (ভ্যাকসিনেশন) প্রদান করা হবে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১.৩০ মিনিটে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক কানিজ ফাতিমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য, আবদুর কবীর, মোঃ কাওসার আহম্মেদ এম ডি ভি, সুপারভাইজার, উপজেলার ৯ ইউনিয়নের ও পৌরসভার সকল ইনচার্জ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, জলাতঙ্ক একটি ভয়ংকর ও মরণব্যাধি রোগ, যার মৃত্যুহার শতভাগ। বিশ্বে প্রতি বছর প্রায় ৫৯ হাজার মানুষ জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যায়। বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪ থেকে ৫ লাখ মানুষ কুকুর, বিড়াল, শিয়াল, বেজি ও বানরের কামড় বা আঁচড়ে আক্রান্ত হয়, যাদের অধিকাংশই শিশু। তিনি আরও বলেন, জলাতঙ্কের ভয়াবহতা বিবেচনায় সরকার এ রোগ প্রতিরোধ ও নির্মূলে নানা কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি উপজেলার প্রতিটি ইউনিয়নে বাড়িতে পালিত এবং রাস্তাঘাটের সকল কুকুরকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। এ কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কাম্য। প্রধান অতিথির বক্তব্যে কানিজ ফাতিমা বলেন, জলাতঙ্ক একটি শতভাগ প্রতিরোধযোগ্য রোগ। কিন্তু সচেতনতার অভাবে এখনও মানুষ এতে আক্রান্ত হচ্ছে। পথকুকুরদের টিকাদানের মাধ্যমে একদিকে প্রাণী সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে মানুষও ঝুঁকিমুক্ত থাকবে। বোয়ালখালীকে জলাতঙ্কমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: