সিলেটে উদ্বোধন হলো বিসিবির আঞ্চলিক অফিস

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

অবশেষে ক্রীড়া জগতে সিলেটবাসীর আশার সঞ্চার জাগিয়ে শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সিলেটে উদ্বোধন হলো বিসিবির আঞ্চলিক অফিস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কার্যালয়। উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক রাহাত শামস,সাবেক অধিনায়ক রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল-মোহাম্মদ রফিকরা।

আঞ্চলিক মিনি বিসিবির পথচলা শুরু হওয়ার পর সিলেটের চার জেলা ও উপজেলাগুলোতে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার দায়িত্ব থাকবে বিসিবি সিলেট কার্যালয়ের ওপর। পৃষ্ঠপোষক খোঁজা, লিগ আয়োজনের মতো কাজও তাদের হাতে থাকবে। প্রয়োজনে বিসিবির মূল কার্যালয় থেকে সহযোগিতা দেওয়া হবে জানিয়েছেন অনুষ্ঠানে বক্তব্য রাখা অতিথিরা।

সিলেটে আঞ্চলিক মিনি বিসিবির উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, সিলেট স্টেডিয়াম কমপ্লেক্সে আঞ্চলিক অফিস স্থাপনের জন্য এরই মধ্যে জায়গা ঠিক করা হয়েছে। খুব শিগগিরই মাঠপর্যায়ে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ‘হেড অব ক্রিকেট ডেভেলপমেন্ট’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বুলবুল বলেন, ‘সিলেটে আমাদের প্রথম কাজ সম্পন্ন হয়েছে। এখন নিয়োগ ও বাস্তবায়নের দিকে এগোচ্ছি। হেড অব ক্রিকেট ডেভেলপমেন্ট কাগজে-কলমে পরিকল্পনা করবেন না, তাঁর মূল দায়িত্ব হবে তৃণমূল পর্যায়ের বাস্তব সমস্যা সমাধান করা।’

বুলবুল আরও বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের কাঠামোগত দুর্বলতাগুলো দূর করার চেষ্টা করা হচ্ছে- বিশেষ করে সুযোগ-সুবিধা, অবকাঠামো ও সংগঠিত স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে। আমরা এখানে স্টেডিয়াম নির্মাণ করতে আসিনি। আমাদের অগ্রাধিকার হলো খেলার উপযোগী ভেন্যু, আরও বেশি মাঠ, উন্নত উইকেট এবং ভালো আউটফিল্ড। ক্রিকেট উন্নয়নের ভিত্তি সেখানেই।’