৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয় হয়েছে বিএসসির – নৌপরিবহন উপদেষ্টা 

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

 চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের আশেপাশে মাফিয়াচক্র আছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে পতেঙ্গা বোট ক্লাবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, ৪০ বছর ধরেই বন্দর একই প্রতিষ্ঠানের হাতে ছিল, তারা নতুন কাউকে আসতে দিতে চায় না। বিএসসি আগে লাভ করতে পারেনি এমন মাফিয়া চক্রের জন্য।

বন্দর উন্নয়নে বিদেশি বিনিয়োগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার চট্টগ্রামে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছে। বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানও দেশের শেয়ার মার্কেটে আসবে। এসব হলে চট্টগ্রামের পাশাপাশি বাংলাদেশ উন্নতি হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

এছাড়া, নিজস্ব অর্থায়নে ১টি বাল্ক ক্যারিয়ার জাহাজ ও সরকারি সহায়তায় আরো ২টি জাহাজ ক্রয় এবং আগামী ৬ মাসে আরও ৩টি জাহাজ কেনা হবে বলেও জানান তিনি।

এদিকে ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয় হয়েছে উল্লেখ করে বিএসসির আর্থিক পর্যালোচনা তুলে ধরেন প্রতিষ্ঠান প্রধান। সভায় বিএসসির ২০২৪-২০২৫ অর্থবছরের প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি জানান, এই অর্থ বছরে বিএসসির সর্বমোট আয় হয়েছে ৭৯৮.২৮ কোটি টাকা। কর সমন্বয়ের পর সংস্থার নিট মুনাফা হয়েছে ৩০৬.৫৬ কোটি টাকা। যা ৫৪ বছরে সর্বোচ্চ বলে জানান বিএসসির এই কর্মকর্তা। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার গত ১৫ মাসে চট্টগ্রাম বন্দরে এক বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করেছে।বন্দরের বে-টার্মিনালের উন্নয়নে বিশ্বব্যাংক থেকে ৬ শো ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ হচ্ছে।

একই সাথে ৫ শো বিলিয়ন ডলার ব্যয়ে একটি বেসরকারি টার্মিনাল নির্মাণ করবে মাকর্স লাইন। এসব বিনিয়োগ চট্টগ্রাম ও দেশের চিত্র পাল্টে যাবে। সভায় নিজেদের চাওয়া ও নানা প্রস্তাবনা তুলে ধরেন শেয়ারহোল্ডারা। পরে পরিচালনা পরিষদের বিভিন্ন এজেন্ডা ও প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করে বিএসসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন পরিচালক কমডোর মাহমুদুল মালেক, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব সহ আরো অনেকে।