আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা ও এলাকার উন্নয়ন করার জন্য সাবেক নিত্যানন্দপুর গ্রামে রফিজ-রাহেলা ফাউন্ডেশ এর পক্ষ থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয় অতিরিক্ত সচিব মোঃ বাবুল মিয়া,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক উজজামান, ঝিনাইদহ জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, ঝিনাইদহ জেলা পরিসংখ্যান অফিসার আব্দুল আলিম, হরিণাকুন্ডু উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ঈষিতা আক্তার, সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন রফিজ রাহেলা দম্পতির ছোট ছেলে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন রানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে। ভিত্ত প্রস্তর স্থাপন শেষে দোয়ার ও মোনাজাতের আয়োজন অনুষ্ঠিত হয়।