প্রথম ডেক্স
আজ বুধবার (৫ই নভেম্বর) বিকাল তিনটা থেকে হারামিয়া ইউনিয়নের চৌমুহনী বাজারে অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনর তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। স্থানীয় জনগণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নই জাতির মুক্তির পথ।