হারামিয়া ইউনিয়নে ৩১ দফার প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

প্রথম ডেক্স

আজ বুধবার (৫ই নভেম্বর) বিকাল তিনটা থেকে হারামিয়া ইউনিয়নের চৌমুহনী বাজারে অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনর তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। স্থানীয় জনগণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নই জাতির মুক্তির পথ।