লোহাগাড়ার সুখছড়িতে ৬৮ তম রাস উৎসব শুরু

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

লোহাগাড়া ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

‎ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা উপলক্ষে চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় সুখছড়ি গ্রামে ৬৮ তম রাস মহোৎসব শুরু হয়েছে।

গতকাল (০৪ অক্টোবর) ‎পাঁচদিনব্যাপী এই উৎসবের উদ্বোধন হয়।

এসময় তপন কান্তি দাশের সভাপতিত্বে হরিসাধন দাশ ও এডভোকেট নেহার দাসের দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। এসময় প্রধান বক্তা হিসেবে নিরঞ্জনান্দ, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডা. সুভাষ মজুমদার, নাসির উদ্দীন, বাদল কান্তি দাশ, ডা. লিটন কান্তি দাশ, বিজন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন স্বামী অজপানন্দ ব্রক্ষ্মচারী।

‎পাঁচদিনব্যাপী এই উৎসবের প্রথম দিন রয়েছে আলোচনা সভা, ধর্মীয় সংগীত অনুষ্ঠান। দ্বিতীয় দিন  ধর্মীয় আলোচনা সভা, শ্রী কৃষ্ণের রাস পূজা ও তারকাব্রহ্ম মহানামযজ্ঞের অধিবাস সহ নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে, বিতরণ করা হবে মহাপ্রসাদ। এছাড়া উৎসবের শেষ দিন নাম সংকীর্তনের পূর্ণাহুতি, নগর কীর্তন এর আয়োজন করা হয়েছে। এছাড়া ‎উৎসবে ধর্মসভা, নাম সংকীর্ত্তন সমেত রাসরসিক  মহাপূজা ও মহাপ্রসাদ বিতরণ করা হবে।

প্রথম আরডি