কোন বিচ্ছিন্নতা নই,আসুন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি : সরওয়ার নিজাম

প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি 

‎চট্টগ্রাম-১৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম বলেছেন, দলীয় নেতা তারেক রহমানের ঘোষণার পর সবাইকে বিচ্ছিন্ন না থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে বিএনপির প্রতীক ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করা সম্ভব হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে আনোয়ারা-কর্ণফুলীর নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

‎সরওয়ার জামাল নিজাম বলেন, ‘অতিসত্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিগত নির্বাচনে যেভাবে এই আসনে বিপুল ভোটে ধানের শীষ জয়ী হয়েছে, ভবিষ্যতেও প্রতিটি ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। তবে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে।’

‎এসময় স্থানীয় নেতাকর্মীরা মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন জানাতে তার বাড়িতে ভিড় জমায় এবং বিভিন্ন মোড়ে মোড়ে তাকে বরণ করে নেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর উদ্দিন চৌধুরী, এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, ভিপি মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, দক্ষিণ জেলা বিএনপি নেতা এডভোকেট ফোরকান, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন প্রমুখ।

‎তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করে আনোয়ারা-কর্ণফুলীকে বিএনপির শক্ত ঘাঁটিতে পরিণত করতে হবে।

প্রথম / আরডি