ফটিকছড়ির ভূজপুরে অস্ত্রসহ সন্ত্রাসী আমান গ্রেফতার প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫ নয়ন নাথ, ফটিকছড়ি চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া এলাকা থেকে অস্ত্রসহ সন্ত্রাসী আমান হোসেন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল, দুটি গুলি, একটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। ৪ নভেম্বর (সোমবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আমান হোসেন ওই এলাকার নতুনপাড়ার আবুল হোসেনের ছেলে। ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ মহোদয়ের তত্ত্বাবধানে আমরা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আমানকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার ঘর তল্লাশি করে অস্ত্র ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। ওসি আরও জানান, গ্রেফতারকৃত আমানের বিরুদ্ধে ভূজপুর ও হাটহাজারী থানায় পূর্বে দুটি মামলা রয়েছে। প্রথম / নয়ন/ ফটিক SHARES অপরাধ বিষয়: