নয়ন নাথ, ফটিকছড়ি
ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী হিসেবে মুহাম্মদ জুনাইদ চৌধুরী নতুনভাবে দায়িত্ব গ্রহণ করছেন। তিনি আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
অপরদিকে, বর্তমান উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার তন্ময় নাথ-কে বদলি করে চন্দনাইশ উপজেলায় প্রেষণ করা হয়েছে। তিনি প্রায় পাঁচ বছর ধরে ফটিকছড়িতে দায়িত্ব পালন করেছেন।দায়িত্ব পালনকালে বিভিন্ন সড়ক উন্নয়ন,সরকারি ভবন নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তিনি সরাসরি ভূমিকা রাখেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন প্রকৌশলী যোগদানের মাধ্যমে চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।
প্রথম /নয়ন/ফটিক