আনোয়ারায় সেনাবাহিনীর হাতে ইয়াবা সহ আটক এক মাদক কারবারি প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫ আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার (২৬ অক্টোবর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে বটতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিএ ১০৭০৬ ক্যাপ্টেন কাউসারের নেতৃত্বে আনোয়ারা আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযান দল এ অভিযান পরিচালনা করে। এতে গ্রেপ্তার হন কামরুজ্জামান (৩৮), পিতা: নূরুল হক। অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। পরবর্তীতে রবিবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৪টার দিকে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, কামরুজ্জামান পূর্বেও মাদক ব্যবসায় জড়িত ছিলেন। ২০২০ সালে র্যাব কর্তৃক ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন তিনি এবং সে সময় প্রায় ২১ মাস কারাভোগ করেন। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, সেনাবাহিনী একজনকে আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে। SHARES অপরাধ বিষয়: