বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শ্যামা পূজা পরিদর্শন

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালীতে সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডের শ্রী শ্রী গোবিন্দ মহারাজ ধাম প্রাঙ্গণে পূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী শ্যামা পূজা মণ্ডপ পরিদর্শন ও আয়োজক কমিটির সাথে পূজা ও দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস, শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক বোয়ালখালী পৌরসভা সংসদের সভাপতি শিক্ষক কৃষ্ণ গোপাল দাস, অনিল দাস, সমাজসেবক উজ্জ্বল চৌধুরী, রিটন চৌধুরী, সঞ্জিত চৌধুরী, সুনীল দাস, নীলমণি দাস, বনমালী দাস, সজল দাস প্রমূখ।

উল্লেখ্য বোয়ালখালী উপজেলার সর্বমোট ১০টির বেশি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন- ধর্মীয় অনুশীলন আচার অনুষ্ঠান মানুষের মনকে কলুষমুক্ত করতে সাহায্য করে। অন্তরকে পরিষ্কার এবং পবিত্র করে। তাই ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি শিল্প সংস্কৃতির সাথে সম্পৃক্ত হওয়া খুব বেশি প্রয়োজন।