বাংলাদেশ প্রেসক্লাব, হরিনাকুন্ডু উপজেলা শাখার সম্মেলন প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫ আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বাংলাদেশ প্রেসক্লাব, হরিনাকুন্ডু উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, ১১ অক্টোবর শনিবার দুপুর ১ টার সময় বাংলাদেশ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা শাখার কার্যালয়ে বাংলাদেশ প্রেসক্লাব, হরিনাকুন্ডু উপজেলা শাখার সম্মেলন শুরু হয়। সাংবাদিক নির্যাতন বন্ধ করতে সংঘবদ্ধ হও, এ লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ শাখা কর্তৃক আয়োজিত, ঝিনাইদহ জেলাধীন উপজেলা শাখা গুলোর টেকসই সাংগঠনিক উন্নয়নে ঝিনাইদহ সহ দেশব্যাপী উপজেলা গুলোতে সম্মেলনের মাধ্যমে টেকসই সংগঠন গড়তে ঝিনাইদহ জেলাধীন ৬ টি উপজেলা শাখার প্রস্তাবিত কমিটি গঠন ও নিজ নিজ উপজেলায় উপজেলা শাখা গুলোর পৃথক পৃথক সম্মেলনের তারিখ ঘোষণা শীর্ষক দিনব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।পরবর্তীতে বাংলাদেশ প্রেসক্লাব হরিনাকুন্ড উপজেলা কমিটির প্রস্তাবিত সকল সদস্যদের প্রস্তাবনায় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মোঃ শফিউর রহমান কে প্রস্তাবিত সভাপতি করে দায়িত্ব প্রদান করা হয়। সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফরিদ খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক দেলোয়ার কবির, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, বাংলাদেশ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লাবু, বাংলাদেশ প্রেসক্লাব, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি মুজিবুর রহমান। উক্ত সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব, হরিনাকুন্ডু উপজেলা শাখার আহব্বায়ক শফিউর রহমান। প্রথম / আরডি SHARES গণমাধ্যম বিষয়: