সব ধর্মের মানুষের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চাই: মেয়র ডা.শাহাদাত

প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫

উৎফল বড়ুয়া

সব ধর্মের মানুষের জন্য নিরাপদ ও বাসযোগ্য চট্টগ্রাম গড়াই আমার লক্ষ্য-এ কথা জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানুষের সার্বিক কল্যাণের মধ্যেই ধর্মচর্চার আনন্দ নিহিত। ধর্মের আসল তাৎপর্য হলো সমাজে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, কাউকে পিছনে ফেলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই সবাইকে সাথে নিয়েই উন্নয়নের পথচলা হতে হবে। ধর্মচর্চার আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তার মধ্যে মানুষের কল্যাণ নিহিত থাকে।

রবিবার জামালখান কুসুম কুমারী স্কুলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসবে শুভ উদ্বোধন ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন পূর্ণার্থীদের উদ্দেশ্যে এই শহরকে ক্লিন, গ্রীণ, হেলদি ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে আহবান জানান।

তিনি আইনের শাষণ প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা সমুন্নত রাখতে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বাবু আশুতোষ দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি, লোকমান হাকিম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সোমনাথ দাশগুপ্ত রাজু, সাবেক সাধারণ সম্পাদক রতন চৌধুরী, বিপ্লব কুমার চৌধুরী, রিপন কিশোর রায়, প্রকৌশলী হারাধন আচার্য্য, সুজিত সিংহ গণেশ, অর্থ সম্পাদক অনুপম দাশ, পল্লব কুমার দাশ, হরিনারায়ণ ভট্টাচার্য্যসহ অসংখ পূর্ণার্থিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন কংকন দাশ, অনুষ্ঠান শেষে ড. রাজীব রঞ্জন মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন।