সম্মিলিত প্রবারণা উৎসবে ধম্মকথা’র বর্ণিল আয়োজনে মুখরিত চট্টগ্রাম প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫ উৎফল বড়ুয়া বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ অনলাইন মুখপাত্র ধম্মকথা’র সহযোগী সংগঠন মানব কল্যাণে ধম্মকথা পরিবারের দিনব্যাপী বর্ণিল আয়োজনে মুখরিত চট্টগ্রাম। চট্টগ্রামে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার, ৬ অক্টোবর সত্তরের অধিক বৌদ্ধ সংগঠনের সাথে থেকে মানব কল্যাণে ধম্মকথা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বৌদ্ধ সমাজে তাদের গুরুত্ব তুলে ধরেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, শীল গ্রহণ, শান্তি শোভাযাত্রা ও ফানুস উত্তোলন। মানব কল্যাণে ধম্মকথা আয়োজিত ফানুস উত্তোলনের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধম্মকথা পরিবারের অন্তু বড়ুয়া, সন্তু বড়ুয়া, শ্রাবণ বড়ুয়া আকাশ,সুস্ময় বড়ুয়া, অর্পণ বড়ুয়া, নয়ন বড়ুয়া, নীলয় বড়ুয়া,অন্তু বড়ুয়া, সুপ্রিয়াল বড়ুয়া, একান্ত বড়ুয়া, শিপন বড়ুয়া, হৃদয় বড়ুয়া, দীপ্ত বড়ুয়া, তিলক বড়ুয়া,পারম্ভ বড়ুয়া,শাওন বড়ুয়া, বিকি বড়ুয়া, বিজয় বড়ুয়া, অনিক বড়ুয়া, তিশা বড়ুয়া, পূজা বড়ুয়া, শান্তা বড়ুয়া প্রমুখ। SHARES ধর্ম বিষয়: