আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি 

‎গতকাল ৪ এপ্রিল’ ২৫, শনিবার চট্টগ্রামের খুলশী লেকভিউ আবাসিক এলাকার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আন্তর্জাতিক সমন্বয়কারী (বাংলাদেশ) মোঃ আবু হাসান এবং সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আলম মাসুম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আমির হোসেন, নির্বাহী পরিচালক নুরুল আবসার, আইন উপদেষ্টা এডভোকেট রুপম দাশ, আবু আহমেদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুপন দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎সভায় মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “মানবতা হলো মানুষের সেই ধর্ম বা গুণ, যার মাধ্যমে মানুষ পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়। মানুষের জন্য ভালোবাসা, মায়া-মমতা, দায়িত্ববোধ-এই সবকিছুই মানবতার অন্তর্ভুক্ত। এটা নির্ভর করে মানুষের চিন্তা, চেতনা ও দৃষ্টিভঙ্গির ওপর। যারা মানবতা ও মনুষ্যত্ব ধারণ করে, তারাই সত্যিকারের মানুষ।”

‎তিনি আরও বলেন, “এই সংগঠন বিশ্বব্যাপী মানব কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছে, তা প্রশংসনীয়।” সভাপতি তার বক্তব্যে ভবিষ্যতে বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরেন এবং তা বাস্তবায়নে উপস্থিত সবাইকে সহযোগিতার আহ্বান জানান। শেষে সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।