আনোয়ারা (চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন"র নবগঠিত আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক সংগঠন,আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন,এটা একটি মানবকল্যাণমূলক,শিক্ষা,সামাজিক ও অরাজনৈতিক সংগঠন।
গতকাল বিকালে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়, কর্ণফুলি টানেলের উত্তর পাশে,চায়না রোডের রাস্তার মাথায় এটি অনুষ্ঠিত হয়। অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন এর নবগঠিত আহ্বায়ক-মুহাম্মদ সাইফুল ইসলাম,এই সময় নাত পরিবেশন করেন,জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্র মুহাম্মদ নুর হোসাইন,দোয়া ও মুনাজাতের মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।
এই সময় সকলের সিদ্ধান্তে ৭ জনের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।। এতে, সাইফুল ইসলাম কে আহ্বায়ক, হাফেজ মুহাম্মদ মির খান কে যুগ্ম-আহ্বায়ক, শফিকুল ইসলাম কে সদস্য সচিব, মুহাম্মদ নুর হোসাইন,শহিদুল ইসলাম (পারভেজ),আবুল ফয়েজ (জনি), আতাউল করিম- কে সদস্য নির্বাচিত করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন এর সদস্য মুহাম্মদ হাফেজ নেজাম উদ্দীন,শহিদুল ইসলাম, মুহাম্মদ সাকিব,সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রিয়াদুল ইসলাম তারেক, মুহাম্মদ রাকিব,প্রমুখ।