ঢাকা মেডিকেল কলেজে পালিত হলো বিশ্ব CML দিবস ২০২৫

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫

মো: আবদুল করিম সোহাগ -ঢাকা

বিশ্ব CML (Chronic Myeloid Leukemia) দিবস ২০২৫ উপলক্ষে হেমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আজ সকাল ৮:৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ চত্বর থেকে একটি র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালির উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কামরুল আলম, তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন। র‌্যালিটি ঢাকা মেডিকেল কলেজ চত্বর থেকে শুরু হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কামরুল আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, হেমাটোলজি ও BMT ইউনিটের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডাঃ মো: কামরুল হাসান, ঢাকা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ ফারুক আহমদ, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আদনান হাসান মাসুদ, সভাপতি অধ্যাপক ডাঃ আমিন লুৎফুল কবির, বৈজ্ঞানিক বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক ডা আবদুল্লাহ আল মোছাব্বির, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা হুমাইরা নাজনীনসহ দেশের বিশিষ্ট হেমাটোলজিস্ট, শিক্ষার্থী, রোগী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রালি শেষে বক্তব্য রাখেন হেমাটোলজি ও BMT ইউনিটের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডাঃ মো. কামরুল হাসান, ঢাকা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ ফারুক আহমদ, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আদনান হাসান মাসুদ, সভাপতি অধ্যাপক ডাঃ আমিন লুৎফুল কবির, ঢাকা মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কামরুল আলম।

র‌্যালি শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর এসজিএম চৌধুরী হলে সকাল ৯:০০ মিনিটে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে তিনজন বিশিষ্ট বক্তা CML রোগের সর্বশেষ চিকিৎসা, গবেষণার অগ্রগতি, রোগীদের দ্রুত শনাক্তকরণ এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রয়োজনীয় বিষয়গুলো উপস্থাপন করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন হেমাটোলজি ও BMT ইউনিটের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডাঃ মো. কামরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কামরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ ফারুক আহমদ এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মেম্বার সেক্রেটারি, সহযোগী অধ্যাপক ডাঃ জাকারিয়া আল আজিজ ,হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক আমীন লুতফুল কবীর ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোঃ আদনান হাসান মাসুদ।

অনুষ্ঠানে বক্তারা CML রোগীদের চিকিৎসা ব্যয় কমানো, সকলের জন্য সমান চিকিৎসা নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করেন।

আজকের র‌্যালি ও সেমিনারের মাধ্যমে CML রোগ সম্পর্কে জনগণ এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা ও গবেষণার উন্নয়নের জন্য দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করা হয়।

প্রথম / সোহাগ/ ঢাকা