ঝিনাইদহ সদরে বিস্কুট ফ্যাক্টরীরতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫ আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর বাজারের পশ্চিম পাশে পাউরুটি ও বিস্কুট ফ্যাক্টরীর কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ চলছে। এই বিস্কুট ফ্যাক্টরীর কারখানা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে, বিস্কুট, কেক, রূটি, টোস সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী। ঘটনা স্থলে দেখা যায় পচা ডিম দিয়ে কেক তৈরির খামি। যে স্থানে খাদ্য সামগ্রী তৈরি করা হচ্ছে সেখানে ময়লা, আবর্জনায় ভরপুর। বিস্কুট ফ্যাক্টরীর সাইন বোর্ড, এবং মোড়ক কিংবা সিল সাক্ষর কোন কিছুই নাই। বিস্কুট ফ্যাক্টরীর কারখানা অনুমোদনের কোন কাগজ পত্র নাই। কারখানা থেকে জানতে পারি বিস্কুট ফ্যাক্টরীর মালিক রেনু, তিনি এই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করে তা গ্রামে ও শহরে বিক্রয় করেন। প্রথম / জয়/ ঝিনাই SHARES অপরাধ বিষয়: