বোয়ালগাঁও ব্রহ্মমঠ ও মিশনে সাধুসন্ত ও ভক্তবৃন্দ সম্মেলনে বিশ্ব শান্তি কামনায় গীতাপাঠ ও নাম কীর্তন অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫

বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালগাঁও গ্রামে ব্রহ্মমঠ ও মিশনে সাধুসন্ত ও ভক্তবৃন্দ সম্মেলনে বিশ্ব শান্তি কামনায় গীতাপাঠ ও নাম কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

গত (২২ আগস্ট) শুক্রবার এ উপলক্ষে শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ বাবাজি প্রতিষ্ঠিত চট্টগ্রাম আনোয়ারা বোয়ালগাঁও হাজারী দিঘির পাড়ে শ্রী শ্রী ব্রহ্মমঠ ও মিশনে পরমব্রহ্ম অনন্ত বিশ্ব নিয়ন্তা অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে চণ্ডীপাঠ, গীতাপাঠ, ভজন সংগীত, নাম কীর্তন ও মহাপ্রসাদের আয়োজন করা হয়। এতে বহু সাধুসন্ত ও ভক্তবৃন্দের উপস্থিতিতে সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে ব্রহ্মমঠ ও মিশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীগুরু শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ (বাবাজী) সনাতন সংস্কৃতির চিরঞ্জীব ও বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। এদিন মন্দির পরিদর্শনে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও বিনয়বাঁশীর পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস এবং তাঁর সহধর্মিনী স্বপ্না জলদাস, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি ও সংগঠক, সাংবাদিক শিল্পী বিপ্লব জলদাস সহ অনেকেই। উক্ত মহতী অনুষ্ঠানে উপস্থিত সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ বাবাজী জানান মন্দিরের দ্বিতীয় তলায় কাজ চলমান রয়েছে মন্দির উন্নয়নে সহায়তা প্রদানের জন্য সকল ভক্তবৃন্দের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেন।

প্রথম / আরডি