চট্টগ্রাম প্রতিনিধি
রাউজান উপজেলাধীন পূর্বগুজরা ধূমারপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক প্রয়াত বিমল কান্তি বড়ুয়া'র জৈষ্ঠপুত্র বাবু রতন কুমার বড়ুয়া ৩০ আগস্ট শনিবার, চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন।
অনিচ্চা বত্ সংখারা...তিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ'র যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ অনুপম বড়ুয়া'র বড় ভাই, বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি- চট্টগ্রাম মহানগর ও ধূমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটি সম্মানিত উপদেষ্টার দায়িত্বে থেকে সমাজ-সদ্ধর্মের কল্যাণে নিয়োজিত ছিলেন। কর্মজীবনে তিনি টিএসপি থেকে অবসর জীবনযাপন করছিলেন, পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যার জনক, নয় ভাই এক বোনের মধ্যে সবার বড়।
রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন, বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগর, বৌদ্ধ অনলাইন মুখপাত্র ধম্মকথা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আগামীকাল ৩১ আগস্ট, দুপুর ২.০০ ঘটিকায় চট্টগ্রাম কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহারে, সন্ধ্যায় চট্টগ্রাম বৌদ্ধ বিহারে শোকসভা এবং ০১ সেপ্টেম্বর গ্রামের বাড়ি ধূমারপাড়ায় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
প্রথম / আরডি