আগামী দিনে এনডিএম এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবে – মো: এমরান চৌধুরী প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫ আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি স্বৈরাচারী শেখ হাসিনা শুধুমাত্র ৭১ এর কথা বলে বারবার বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছে। তবে বাংলাদেশের মানুষ ২০২৪ সালের ৫ আগস্ট তা প্রত্যাখ্যান করেছে। তার ফ্যাসিবাদ শাসনের কারনে ২০২৪ সালের এই দিনে তাকে এদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের এনডিএম এর সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় এনডিএম এর জনসংযোগ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর- এনডিএম সভাপতি মো: এমরান চৌধুরী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় কালাবিবির দীঘি মোড সংলগ্ন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন – এনডিএম এর উদ্যোগে অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে স্বৈরাচার মুক্ত দিবসের”বিজয়ের আনন্দ মিছিল ও পথযাত্রা” ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আওয়ামী লীগই রাজাকারের দল। কারণ একাত্তরের পর শেখ মুজিব যে দালাল আইন করেছিলেন, সেখানে সবচেয়ে বেশি রাজাকারের নাম ছিল আওয়ামী লীগের। তরুণদের উদ্দেশে তিনি বলেন, “যাদের বয়স ৩০ বছর, তারা গত ১৭ বছরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা চেয়েছিল ভোটের অধিকার, কোটা সংস্কারের মাধ্যমে চাকরির ন্যায্য সুযোগ। কিন্তু সরকার ছাত্র-জনতার বুকে গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে। যার ফলে শুধু পদত্যাগ নয়, তাকে দেশত্যাগও করতে হয়েছে।” তিনি বলেন, “আগামী দিনে এনডিএম জননেতা ববি হাজ্জাজ এর নেতৃত্বে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়। স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা জনগণের সহযোগিতা চাই।” মিছিল পরবর্তী সমাবেশে এনডিএম এর নেতাকর্মীরা একটি বিজয় মিছিল কালাবিবির দীঘি মোড হইতে শুরু করে চাতুরী চৌমুহনী বাজারের পাশে গিয়ে শেষ করেন। পদযাত্রা ও মিছিলে চট্টগ্রাম মহানগর ও উপজেলা নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। SHARES নির্বাচনের মাঠ বিষয়: