শৈলকুপায় গোডাউন থেকে ৮৩১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ও কারাদণ্ড প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫ আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় গোডাউন থেকে ৮৩১ বস্তা অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ আগস্ট) দুপুরে ভাটই বাজারের ‘শুভ এন্টারপ্রাইজ’ নামে একটি সার গোডাউনে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। সরকারি অনুমোদন ছাড়া এভাবে সার মজুদ করায় গোডাউনের মালিক আইয়ুব জোয়ার্দ্দারকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উমেদপুর ইউনিয়নের ডিলার ‘শুভ এন্টারপ্রাইজ’-এর গোডাউনে অভিযান চালিয়ে ৫৪১ বস্তা ডিএপি এবং ২৯০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক সাড়ে ৮ লাখ টাকার বেশি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শৈলকুপা উপজেলার এসিল্যান্ড সিরাজুস সালেহীন অভিযানে নেতৃত্ব দেন এবং তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয় কৃষকরা ওই চক্রের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা ও ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন। প্রথম / জয়/ ঝিনাই SHARES অপরাধ বিষয়: