মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধস্তে হতাহতদের জন্য বোয়ালখালী প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৫ বিপ্লব দাস (চট্টগ্রাম) বিশেষ প্রতিনিধি-ঃ রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান বিধস্ত হওয়ার ঘটনায় হতাহতদের জন্য এক দোয়া মাহফিল বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- বাংলা টিভির চট্টগ্রাম প্রধান ও বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: লোকমান চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন- প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি(ভারপ্রাপ্ত) অধীর বড়ুয়া, প্রধান আলোচক ছিলেন- গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুহাম্মদ নুরুল আবছার মাইজভাণ্ডারী। এতে বোয়ালখালী প্রেস ক্লাব কার্যকরী কমিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন-স্থায়ী কমিটির সদস্য সাংবাদিক এমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, কার্যকরী সদস্য সাংবাদিক শাহ আলম, সাংবাদিক খোরশেদ আলম, সাংবাদিক খোরশেদুল আলম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিভিন্ন গণ মাধ্যমের প্রতিনিধি মোঃ হাসানুল আলম, মুহাম্মদ তৌহিদুল রহমান, মাহমুদুর রহমান তৌহিদ, বিপ্লব দাস, সবুজ অরন্য, সাহেদ হোসাইন ছোটন, সুমন চক্রবর্তী, মোঃ সম্রাট প্রমুখ। প্রথম/ বিপ্লব/ বোয়াল SHARES গণমাধ্যম বিষয়: