যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তর পত্রিকার চেয়ারম্যান নুরুল ইসলামের ৫ম মৃত্যু বার্ষিকীতে বোয়ালখালী প্রেস ক্লাবের দোয়া মাহফিল

প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৫

বিপ্লব দাস (চট্টগ্রাম) বিশেষ প্রতিনিধি-ঃ

যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তর পত্রিকার স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বোয়ালখালী প্রেস ক্লাবে এক দোয়া মাহফিল দৈনিক যুগান্তর এর বোয়ালখালী প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- বাংলা টিভির চট্টগ্রাম প্রধান ও বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: লোকমান চৌধুরী, প্রেস ক্লাব মিলনায়তনে (২৩ জুলাই) বিকাল ৫টায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন- প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি (ভারপ্রাপ্ত) অধীর বড়ুয়া, প্রধান আলোচক ছিলেন- গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুহাম্মদ নুরুল আবছার মাইজভাণ্ডারী।

এতে বোয়ালখালী প্রেস ক্লাব কার্যকরী কমিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন-স্থায়ী কমিটির সদস্য এমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, কার্যকরী সদস্য শাহ আলম, খোরশেদ আলম, খোরশেদুল আলম।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিভিন্ন গণ মাধ্যমের প্রতিনিধি মোঃ হাসানুল আলম, মুহাম্মদ তৌহিদুল রহমান, মাহমুদুর রহমান তৌহিদ, বিপ্লব দাস, সবুজ অরন্য, সাহেদ হোসাইন ছোটন, সুমন চক্রবর্তী, মোঃ সম্রাট প্রমুখ।
শেষে মরহুমের আত্মার মাগফিরাত ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন-মাওলানা মুহাম্মদ নুরুল আবছার মাইজভাণ্ডারী।

প্রথম / বিপ্লব / বোয়াল