আনোয়ারার মেহেজাবীন চট্টগ্রাম বোর্ডে ব্যবসায় শিক্ষায় প্রথম

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিক্ষার্থী তাজনীন মেহেজাবীন চৌধুরী। সে ১৩০০ নম্বরের মধ্যে  ১২৩৭ নম্বর পেয়ে  বোর্ডে প্রথম হয়েছে।

‎ মেহেজাবীন আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার বাড়ি উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে। ছোটবেলায় বাবাকে হারানো এ মেয়েটি বেড়ে উঠেছে মায়ের একক সংগ্রামে। মা শাহীন আক্তার একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বাবা না থাকলেও মেয়ের ভবিষ্যৎ গড়তে তিনি কখনো পিছু হটেননি।

‎মেহেজাবীনের এ কৃতিত্বে পুরো আনোয়ারাবাসী গর্বিত।  অনুভূতি জানাতে গিয়ে মেহেজাবীন বলেন, ‘বোর্ডে প্রথম হবো, এটা ভাবিনি। বরং মাঝখানে পড়াশোনায় অনেক সময় পিছিয়ে গেছি। রমজান মাসে অসুস্থ হয়ে পড়েছিলাম, কিছু কার্যক্রমেও ব্যস্ত ছিলাম। তারপরও এই ফল পেয়ে আমি কৃতজ্ঞ। সবসময়ই চেয়েছি মায়ের মুখে হাসি ফোটাতে, আজ সেটা পেরেছি।,দিনে গড়ে ৫-৬ ঘণ্টার বেশি পড়াশোনায় সময় দেননি। তবুও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। ভবিষ্যতে বিচার বিভাগে কাজ করার স্বপ্ন দেখেন এই মেধাবী শিক্ষার্থী।

মেহেজাবীনের মা শাহীন আক্তার বলেন, ‘বাবা হারা মেয়েটাকে একাই বড় করেছি। কখনো তার শখ পূরণ করতে পারিনি, তবুও সে কোনো অভিযোগ করেনি। ওর এই সাফল্য আমার জীবনের সেরা প্রাপ্তি।’

‎উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন,তার এই সাফল্যের জন্য আমরা গর্ববোধ করছি। আশাকরি সে আগামীতে আরো সফলতা বয়ে আনবে।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নাসির উদ্দীন বলেন, ‘আমরা এই ফলাফল অনানুষ্ঠানিকভাবে জেনেছি। মেহেজাবীনের সাফল্যে আমরা সবাই গর্বিত।’ মেহেজাবীনের এ অর্জন শুধু তার ব্যক্তিগত নয়, বরং এটি আনোয়ারা উপজেলার জন্য একটি সম্মানজনক  বটে।’

প্রথম / আরডি