চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভাই ভাইয়ে পৈত্রিক সম্পদের দ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্বে রুপান্তর করার অভিযোগ উঠেছে।
উপজেলার কাঞ্চনাবাদ এলাকার আবদুল জব্বারের ছেলে গোলাম ফারুক পৈতৃক সম্পদের হিস্যায় বাদামতল এলাকায় আল-সাকেরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে ১০ শতক জায়গা বিক্রি করলে তাঁর বড় ভাই গোলাম মওলা কোর্টে ও পরে ভূমি কমিশনার কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে পরিমাপ পূর্বক নিস্পত্তি হয়। গোলাম ফারুক তাঁর ক্রেতা মজিবুল করিম কে জায়গা বুঝিয়ে দিতে গেলে বড় ভাই পূনরায় থানায় লিখিত অভিযোগ করেন। ২৬ জুন থানায় বৈঠকে বড়ভাই গোলাম মওলার পক্ষে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান হাকিম।
বৈঠক শেষে বাড়ি ফিরে যাওয়ার পথে লোকমান হাকিমের উপর হামলা হয়েছে বলে রাত ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এবং পরদিন দুপুরে রিলিজ হয়।
এদিকে মালিক গোলাম ফারুক ও ক্রেতা মজিবুল করিমকে তাড়াতে তাঁদের আওয়ামী দোসর সাজাতে মানববন্ধন করা হয়েছে বলে অভিযোগ তাদের।
লোকমান হাকিমের উপর হামলার বিষয়ে জানতে চাইলে গোলাম ফারুক জানান, পারিবারিক ব্যাপার রাজনৈতিক ভাবে নিতে এধরণের ঘটনা আমার বড় ভাই গোলাম মওলার সাজানো বলে ধারণা করছি। তিনি গত ১৭ বছর ধরে আমাকে হয়রানি করছে।
এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই মো সাইফুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বৈঠক থেকে যাওয়ার পর হামলা হয়েছে বলে জেনেছি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, সঠিক তথ্য না পাওয়া পযর্ন্ত কোন কিছু বলা যাবে না।
প্রথম/ কমরু/ চন্দনা