মহানগর তরুণ দলের আহ্বায়ক কমিটি গঠিত, নিহাদ সভাপতি, কাইয়ুম সদস্য সচিব

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম মহানগর শাখার ৭৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান লায়ন রাসেল মির্জার স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ নিহাদ কে আহ্বায়ক ও মোঃ ওমর কাইয়ুম কে সদস্য সচিব মনোনীত করা হয় ।

নবগঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অখন্ডতা রক্ষা সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা হৃদয়ে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের সার্বিক দিকনির্দেশনায় দেশ ও জনগণের কল্যাণে মহানগর তরুণ দল নিরলস ভাবে কাজ করে যাবে

প্রথম / আরডি