আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফুটপাত দখল ও দোকানে মূল্য তালিকা না রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে পাঁচটি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (১৮ জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
অভিযানের সময় দেখা যায়, বাজারের গুরুত্বপূর্ণ ফুটপাত ও চলাচলের রাস্তার পাশে একাধিক দোকানদার বেআইনিভাবে পণ্যসামগ্রী সাজিয়ে বসিয়েছেন, যার ফলে সৃষ্টি হয় যানজট ও জনদুর্ভোগ। অনেক দোকানে মূল্য তালিকাও ছিল না। এসব অনিয়মের কারণে মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে জরিমানা করে এবং ব্যবসায়ীদের সতর্ক করে দেয়।
জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রথম / আরডি