চলে গেলেন বৈরাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এলাকায় শোকের ছায়া প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫ আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৬ জুন) রাত ৮টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মোহাম্মদ সোলায়মান ১৯৫১ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে কর্মরত ছিলেন এবং বাংলাদেশ বিমান শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি হিসেবে টানা দুই দফা দায়িত্ব পালন করেন। এছাড়া,তিনি বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সদস্য ছিলেন। রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি বৈরাগ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও তাঁর ভূমিকা ছিল উজ্জ্বল। তিনি গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ের নতুন পাকা ভবন নির্মাণ, গরিব ছাত্রদের সহায়তা, শিক্ষার মানোন্নয়নসহ নানামুখী কার্যক্রমে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।এছাড়া,বহু মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন ও নির্মাণে তাঁর সহযোগিতা ছিল প্রশংসনীয়। মরহুমের নামাজে জানাজা আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুর ২টায় গুয়াপঞ্চক খেলার মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। <span;>মোহাম্মদ সোলায়মানের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন। প্রথম/ আরডি SHARES জেলা/উপজেলা বিষয়: