চন্দনাইশ প্রেস ক্লাবের নবগঠিত কমিটির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ

চন্দনাইশ প্রেসক্লাবের নবগঠিত কমিটির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় গতকাল ১৫ জুন রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চন্দনাইশ উপজেলা প্রশাসন, চন্দনাইশ থানা ও চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পে পৃথক পৃথক সৌজন্যে সাক্ষাৎ এবং চা চক্রে মিলিত হন।

নবগঠিত চন্দনাইশ প্রেসক্লাব নেতৃবর্গ চন্দনাইশ উপজেলা প্রশাসক মো:রাজিব হোসেন, চন্দনাইশের সেনাবাহিনীর দায়িত্ব প্রাপ্ত কামান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ এবং চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মো: নুরুজ্জামান এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও চা চক্রে মিলিত হন।

এ সময় চন্দনাইশ প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোঃ কমরুদ্দীন ও সাধারণ সম্পাদক খালেদ রায়হান এর সাথে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সিনিয়র সহ সভাপতি এম, এ মুবিন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, অর্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ওমর ফারুক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম, হেলাল উদ্দিন নিরব, ক্রীড়া সম্পাদক মো: জিয়া উদ্দিন ও কার্যকরী কমিটির মোহাম্মদ ওসমান, রূপন দত্ত প্রমুখ।

প্রথম / আরডি