জলঙ্গি পত্রিকা ও সহযোদ্ধা মঞ্চ’র সভা সম্পন্ন

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৫

তরুণ বিশ্বাস- ,কলকাতা

৬ জুন শুক্রবার কলকাতার বেলগাছিয়া টেম্পল ভিউ এপার্টমেন্টে জলঙ্গি পত্রিকা ও সহযোদ্ধা মঞ্চের মাসিক অনুষ্ঠান সম্পন্ন হলো। উল্লেখ্য যে এই সভা প্রত্যক মাসের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হয়। প্রতি মাসের মতো এবারো উপস্থিত ছিলেন গুণী সাহিত্য ও সংস্কৃতি প্রেমীরা। জলঙ্গি পত্রিকা সম্পাদক ও সংস্থার প্রাণপ্রতিমা চিন্ময়ী বিশ্বাস কথায় গানে কবিতায় উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। ছিলেন সংস্থার প্রাণপুরুষ রামপদ বিশ্বাস। আজকে তিনি দুখানি গান গেয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। টেম্পল ভিউ এপার্টমেন্টে আয়োজিত এই দিনে বেশ কয়েকজন গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিক তরুণ বিশ্বাস কেও এদিন স্মারক, জলঙ্গি পত্রিকা ও সম্মাননা প্রদান করেন সংগঠনের পক্ষ থেকে। এই দিন উপস্থিত ছিলেন আর এক সাংবাদিক, উপস্থাপক ও বাচিক শিল্পী প্রদীপ কুমার সেন। তিনি এদিন বিভিন্ন মনীষীর জীবন বোধের দর্শন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে শ্রোতাদের মন জয় করে নেন। চিন্ময়ী বিশ্বাস সমাপনী বক্তব্য ও রামপদ বিশ্বাস উপস্থিত সব্বাইকে ধন্যবাদ প্রদান করেন। ক্যামেরায় তরুণ বিশ্বাস এর সাথে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন।

প্রথম/ তরু/ কোল