বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আবির্ভাব দিবস ও আবক্ষ মূর্তি স্থাপন প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৫ তরুণ বিশ্বাস,কলকাতা — ব্রিটিশ সাম্রাজ্য বিরোধী ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন একজন মহামানবী এই ভারতের মহামানবের সাগর তীরে আবির্ভূত হয়েছিলেন তিনি হলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ বীর কন্যা বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯১১সালের ৫ই মে স্বাধীনতা সংগ্রামের তীর্থস্থল তথা ভারতের মুক্তি সূর্য মাস্টার দা সূর্যসেন এর জন্মস্থান চট্টগ্রামেই এহেন বীরাঙ্গনা বীর কন্যা প্রীতিলতার আবির্ভাব ঘটে। ছোট থেকেই অত্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে গণ্য ছিলেন এই মহিয়সী নারী। কোলকাতা বেথুন কলেজে তাঁর পড়াশোনা চলাকালীন সময়েই তিনি এই ভারতবর্ষের মুক্তির স্বপ্ন দেখতেন। অবশেষে মাস্টার দার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তে নিজেকে যুক্ত করেন। ব্রিটিশ রাজের ভারতীয়দের প্রতি ঘোর অসন্মান জনক শব্দের উল্লেখ ছিল ব্রিটিশদের আনন্দ ফুর্তির জায়গা চট্টগ্রামে পাহাড়তলীর ইউরোপীয়য়ান ক্লাবের আক্রমণে নেতৃত্ব দিতে গিয়ে দেশের কাজে নিজেকে ২৪শে সেপ্টেম্বর ১৯৩২শে এই বীরাঙ্গনা আত্মাহুতি দেন। তাঁর ১১৫তম জন্মদিন ছিল ৫ই মে ২০২৫। এদিন চট্টগ্রাম পরিষদের নবগ্রাম কোন্নগর রিষড়া শাখার উদ্যোগে ও স্থানীয় পঞ্চায়েত এর সহযোগিতায় কোন্নগর স্টেশনের অদূরে ঝিল পাড়ে মাস্টার দা সূর্যসেন এর আবক্ষ মূর্তির পাশে প্রথম নারী শহীদ এই বীর কন্যা প্রীতিলতার একটি আবক্ষ ভাস্কর্য মূর্তি স্থাপন করা হয়। এই মূর্তির উদ্বোধন করেন চট্টগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন রায় বিশ্বাস। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সোমা দাস ও উপপ্রধান অলোক পাল মহাশয়। সেই সাথে ছিলেন চট্টগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী ও কার্যকরী সভাপতি পিযুষ কান্তি সেন। এছাড়াও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদাধিকারী কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম পরিষদের এই শাখা সংগঠনের সভাপতি ডাঃ স্বপন বিশ্বাসের নেতৃত্বে একদল কর্মী এই রকম একটি মহতী উদ্যোগে শামিল হন। এদিনের মূল অনুষ্ঠান টি ছিল চট্টগ্রাম পরিষদের উদ্যোগে ও পশ্চিম বঙ্গ সরকার এর আয়োজনে কোলকাতার রেড রোড স্থিত রাজপথে বীর কন্যা প্রীতিলতার পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে। এদিন মূর্তি তে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পশ্চিম বঙ্গ সরকার এর দায়িত্ব প্রাপ্ত আধিকারিক তথ্য সংস্কৃতি দপ্তর এর এডিশনাল ডিরেক্টর দেবাশিস হালদার। তিনি আমাদের ক্যামেরায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। চট্টগ্রাম পরিষদের পক্ষে কার্যকরী সভাপতি পিযুষ কান্তি সেন, সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, সহ সম্পাদক প্রদীপ দত্ত ও আশুতোষ দাশ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেন ও বিভিন্ন পদাধিকারী কর্তাব্যক্তিদের মধ্যে সুমন বরণ সাহা, রাধেশ্যাম সরদার, অনিমা সরকার, রাজদিপ্তি মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক যুগল কান্তি দে। প্রাসঙ্গিক কথায় গানে কবিতায় এদিনের ভাবগম্ভীর অনুষ্ঠান টি মুখরিত হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠান টি সুচারুরূপে সম্পন্ন করতে সাহায্য করেন এদিনের সঞ্চালক বাচিক শিল্পী তথা আবৃত্তিকার প্রদীপ কুমার সেন। প্রথম / তরুন/কোল SHARES আন্তর্জাতিক বিষয়: