হিলিতে ইমাম-মুয়াজ্জিন ও ক্বওমী মাদ্রাসার শিক্ষকদের সাথে মত বিনিময় করলেন ডাঃ জাহিদ প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫ ইয়াসির আরাফাত, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে মসজিদের ইমাম -মুয়াজ্জিন ও ক্বওমী মাদ্রাসার শিক্ষকদের সাথে মত বিনিময় করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। ০৪ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার) বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় আলেম -ওলামারা ডাঃ জাহিদের ব্যাক্তিগত ও রাজনৈতিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দিনাজপুর ৬ আসনে ডাঃ জাহিদকে মনোনয়ন দেওয়ায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জাহিদ বলেন, মনোনয়ন পাওয়ার পর প্রথম মতবিনিময় করলাম, ইমাম-মুয়াজ্জিন ও আলেম ওলামাদের সাথে। এছাড়াও ডাঃ জাহিদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান থেকে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে ফেলা হয়েছিল। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ইমাম -মুয়াজ্জিন সহ আলেম ওলামাদেরকে যথাযথভাবে সম্মানিত করা হবে। ডাঃ জাহিদ বক্তব্য দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আলেম ওলামাদের পৃষ্ঠপোষক। বিএনপি অতীতেও আলেম ওলামাদের সম্মান বজায় রেখেছে, ভবিষ্যতেও সম্মান বজায় রাখা হবে। বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কার্যালয়ে মতবিনিময় শেষে ছাতনী বাবুর পার্কে হাকিমপুর পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে কর্মীসমাবেশ ও বোয়ালদাড় ইউনিয়নের খাট্টাউছনাতে কর্মী সমাবেশ ও বৈগ্রামে উঠান বৈঠক ও বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজে হাকিমপুর উপজেলা মহিলাদলের সমাবেশে যোগদানের জন্য গমন করেন। হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম মন্ডল সহ হাকিমপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ স্থানীয় সাংবাদিকদের অনেকেই উপস্থিত ছিলেন। প্রথম / আরা/ দিনাজ SHARES রাজনীতি বিষয়: