বাহরাইনে কৃতি ছাত্রীদের সংবর্ধনা দিলো তালিমুল কোরআন বাহরাইন প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫ বাহরাইন প্রতিনিধি বাহরাইনে কৃতি ছাত্রীদের সংবর্ধনার আয়োজন করেন তা’লিমুল কোরআন মহিলা বিভাগের ছাত্রী সংগঠন “Daughters of Islam” ২০২৫ সালের S.S.C. ও H.S.C. পরীক্ষায় উত্তীর্ণ বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ছাত্রীদের সম্মাননা জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসে থেকেও শিক্ষার অগ্রযাত্রায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশি কৃতি ছাত্রীবৃন্দ তাদের এ সাফল্যের স্বীকৃতি স্বরূপ বাহরাইন তা’লিমুল কোরআন মহিলা বিভাগের ছাত্রী সংগঠন “Daughters of Islam” এর উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ “কৃতি ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় তা’লিমুল কোরআন বাহরাইন কেন্দ্রীয় অফিসে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াত ও Doughters of Islam এর পরিচালিকা “আমিনা সেলিমের” পরিচালনায় শুরু হয়। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সভানেত্রী মিসেস শাহানারা আহমদ, উপদেষ্টা, Daughters of Islam প্রধান অতিথি ছিলেন মিসেস সোহেলা ইয়াসমিন প্রধান পৃষ্ঠপোষক, Daughters of Islam এই কৃতি সংবর্ধনায় প্রায় ৫০ জন ছাত্রী ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কুল ও ইন্ডিয়ান স্কুলের ৭ জন জিপিএ ফাইভ প্রাপ্ত। ছাত্রীকে ক্রেস্ট দেওয়া হয় ও বাকী কৃতী ছাত্রীদেরকে মেডেল দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ বলেন, বিদেশের মাটিতে থেকেও প্রবাসী ছাত্রীরা ইসলামী মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেদের মেধা বিকাশে যে অঙ্গীকার দেখিয়েছে, তা বাংলাদেশের গৌরব বাড়িয়েছে। সংবর্ধিত ছাত্রীরা তাদের অভিব্যক্তিতে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মান তাদের ভবিষ্যতে আরও অনুপ্রেরণা যোগাবে। শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। SHARES পরবাস বিষয়: