চন্দনাইশে পল্লী বিদ্যুৎ এর ডিজিএম ফখরুদ্দিন লোহাগাড়ায় বদলি

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

মোহাম্মদ কমরুদ্দিন ,চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি ঃ

চট্টগ্রামের চন্দনাইশের পল্লী বিদ্যুৎ চন্দনাইশ জোনাল অফিসের ডিজিএম মো.ফখরুদ্দিনকে লোহাগাড়া জোনাল অফিসে বদলি করা হয়েছে। গতকাল ২৩ই (অক্টোবর) চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ পটিয়া সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী’র স্বাক্ষরিত এক অফিস আদেশ এর মাধ্যমে এই তথ্য জানানো হয়। অফিস আদেশ সূত্রে জানা যায় চন্দনাইশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ফখরুদ্দিনকে লোহাগাড়া ও লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মো.রফিকুল ইসলাম খানকে চন্দনাইশ জোনাল অফিসে বদলি করা হয়। উল্লেখ্য যে চন্দনাইশ জোনাল অফিসের ডিজিএম ফখরুদ্দিন যোগদানের পর থেকে অফিসের কোন কর্মকর্তা-কর্মচারীর সাথে ভাল সম্পর্ক ছিল না। তিনি তার একক ক্ষমতাবলে অফিসসহ সবকিছু পরিচালনা করতো বলে অভিযোগ করেন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরবর্তীতে তার উপর ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারী,ভুক্তভোগী গ্রাহকরা বিভিন্ন সময় তার পদত্যাগ / অপসারণের জন্য আন্দোলন সংগ্রাম করেছিল। বিশেষ করে চন্দনাইশে ভয়াবহ লোডশেডিং এর কারনে গত ২৪ই অক্টোবর চন্দনাইশ সচেতন নাগরিক ব্যানারে লোডশেডিং বন্ধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী।
এ ব‍্যাপারে চন্দনাইশ পল্লী বিদ‍্যুত অফিসের ডিজিএম মোহাম্মদ ফখরুদ্দিনকে ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।