অবশেষে সেই গোল চত্বর থেকে ব্যানার-ফেস্টুন সরালেন বিএনপি নেতা লায়ন হেলাল, জনমনে স্বস্তি

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

অবশেষে সেই গোল চত্বর থেকে ব্যানার-ফেস্টুন সরালেন বিএনপি নেতা লায়ন হেলাল, জনমনে স্বস্তি

‎ অবশেষে কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের ব্যানারগুলো  দলীয়  নেতাকর্মীদের নিয়ে সরিয়ে ফেললেন  চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।

শনিবার (৪ অক্টোবর ) বিকালের দিকে আনোয়ারা উপজেলার প্রান্তে  গিয়ে দেখা যায় সড়কের আশপাশের সব ব্যানার পোস্টার অপসারণ করা হয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে এই গোল চত্বরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যানার ও পোস্টারের কারণে দূর্ঘটনার খবর প্রকাশিত হয়।

গোল চত্বর একালার গাড়ী ব্যবসায়ী ফোরকান বলেন, দুপুরের আগেও ওই জায়গায় তাকালে জঞ্জাল মনে হতো। ব্যানার, ফেস্টুনগুলো অপসারণ করার কারণে জায়গাটি আবারও তার নিজস্ব সৌন্দর্য ফিরে পেয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন কে ধন্যবাদ এতো সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য।

‎ এক সিএনজি চালক বলেন, ব্যানারের কারণে এক ভয়াবহ ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছিল এই গোল চত্বর।  কারণ একপাশ থেকে অন্যপাশের কিছুই দেখা যাচ্ছিল না। তবে জায়গাটির এমন পরিবর্তন দেখে খুবই ভালো লাগছে।

‎চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, ব্যানার ফেস্টুনগুলোর কারণে চালকদের গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল,, আমি এই বিষয়ে জানার পর ব্যানার ফেস্টুন অপসারণ করেছি। এটা আমার নৈতিক দায়িত্ব থেকে করেছি। গেল চত্বর থেকে এগুলো অপসারণ করার ফলে এখন গোল চত্বরটি চারপাশ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। ফলে এই এলাকায় দূর্ঘটনার সম্ভাবণা অনেকটা কমে যাবে।

‎উল্ল্যেখ, কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের গোল চত্বরে ব্যানারের কারণে এক ভয়াবহ ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। ব্যানার পুরো গোলচত্বর ঘিরে রাখায় সড়কের এক পাশ থেকে অন্য পাশ দেখা সম্ভব হচ্ছে না। এর ফলে দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই স্থানে ঘটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এতে মোহাম্মদ সোহেল (৩২) নামে এক যুবক প্রাণ হারান।