শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রশাসকের সাথে  নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাথে  মত বিনিময়

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫

নয়ন নাথ, ফটিকছড়ি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাজিরহাট পৌরসভার মাননীয় প্রশাসকের সাথে নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদ এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রশাসক মো: নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি উজ্জ্বল কুমার নাথ, সঞ্চালনায় সাধারণ সম্পাদক নান্টু কান্তি দাশ সহ উপস্থিত ছিলেন সচিব নুরুল আবছার,সাবেক কাউন্সিলর আামান উল্লাহ আমান, উপদেষ্টা প্রমতোষ ভৌমিক,সাবেক সভাপতি প্রদীপ রায়, সহ সভাপতি ডা: লিটন চক্রবর্তী , সৈকত দাশ, সণ্জয় ধর,প্রাণেশ চক্রবর্তী, ভবিরন্জন নাথ, কার্যনির্বাহী সদস্য প্রিয়রঞ্জন ভট্টাচার্য, মানস চক্রবর্তী,সজল চক্রবর্তী, ডা: মানিক নাথ, কিরণ ধর, রাজীব চৌধুরী, ক্লিংটন চক্রবর্তী, স্বপন নাথ, নকুল চক্রবর্তী, বিভাস ধর, শুভ চক্রবর্তী, শান্ত নাথ, রবি দে, শাওন বনিক, লিটন নাথ,সণ্জয় নাথ, শিমুল চক্রবর্তী, ডা: জনি নাথ, সুবেল চক্রবর্তী,সবুজ সরকার, ধনন্জয় সরকার, সুজিত সরকার, উজ্জ্বল শীল, পংকজ রায়, ববি শীল, তনয় ভোমিক, মৃত্যুন্জয় পাল,রুবেল দাশ, রনি বনিক, সুভাষ ধর, রাজীব ধর, সাজু নাথ, রাহূল ধর ও বিভিন্ন আঞ্চলিক কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।। নাজিরহাট পৌরসভা পূজা কমিটির পক্ষ থেকে প্রশাসকের নিকট পূজা মন্ডপের রাস্তা সংস্কার ও সার্বিক নিরাপত্তা বিষয়ে আবেদন পেশ করা হয়। প্রশাসক মহোদয় নির্বিঘ্নে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রথম / নয়ন/ ফটিক