আনোয়ারা সর্দার পাড়া শ্রী শ্রী মগধেশ্বরী মাতৃ মন্দির গীতা যজ্ঞ উদযাপন কমিটি ২০২৫ গঠিত

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫

আনোয়ারা প্রতিনিধি 

গত ২৯ই আগষ্ট রোজ শুক্রবার আনোয়ারা সর্দার পাড়া শ্রী শ্রী মগধেশ্বরী মাতৃ মন্দির পরিচালনা পরিষদের বর্ধিত সভায় গীতা যজ্ঞ উদযাপন কমিটি গঠিত করা হয়েছে।

সভায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক অপু সর্দারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অর্থ সম্পাদক সমর সর্দার।

সভায় ২০২৫ সালের গীতা যজ্ঞ উদযাপন করার জন্য ২১জন বিশিষ্ট কমিটি গঠিত করা হয়েছে, এতে আশু সর্দার কে সভাপতি, সবুজ সর্দার কে সাধারণ সম্পাদক ও ইমন সর্দার কে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সদস্য রয়েছে – সুকুমার সর্দার, নিঠুর সর্দার, রিষু সর্দার, রুবেল সর্দার, নয়ন সর্দার, লিটন সর্দার, জনি সর্দার, জয় সর্দার, সুব্রত সর্দার, প্রতীক সর্দার, অবুজ সর্দার, বাপ্পারাজ সর্দার, দীপ্ত সর্দার, সুকান্ত সর্দার, মিঠু সর্দার, রনি সর্দার, ইমন শীল, অজয় সর্দার।

বর্ধিত সভায় – মন্দির কমিটির সভাপতি সমর সর্দার (রাহুল) ও সাংগঠনিক সম্পাদক সাবু সর্দার, সম্রাট সর্দার ও প্রকাশ সর্দার, আসন্ন গীতা যজ্ঞ সুন্দর ও সফল মণ্ডিত করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রথম / আরডি