আনোয়ারা উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

‎চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর অবশেষে তদন্তে এসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করেন।

‎এসময় দুদক কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। তারা ওষুধ সংরক্ষণাগার, বহির্বিভাগ, ল্যাব এবং ভর্তি ওয়ার্ডে গিয়ে সেবা প্রদানের মান ও সুবিধা পরীক্ষা করেন। অভিযানের সময় দেখা যায়, জেনারেটর, ইসিজি-সহ বিভিন্ন অব্যবস্থাপনার প্রমাণ পায় দুদক। এছাড়াও পরীক্ষা-নিরীক্ষাগুলো মেডিকেলের ল্যাবে না করে বাইরের ল্যাবে করারও প্রমাণ মেলে।

‎অভিযানকালে রোগীরা দুদক কর্মকর্তাদের কাছে নানা অভিযোগ তুলে ধরেন। চন্দনাইশ থেকে আসা রোগী মো. মোস্তাফিজুর রহমান বলেন, “কাল রাত থেকে পানি নেই ওয়াশরুমে, জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাছাড়াও ডাক্তাররা সবসময় উপস্থিত থাকেন না।”

‎চিকিৎসা নিতে আসা আরেক বৃদ্ধ রোগী আবদুর রহমান অভিযোগ করেন, “আমরা গরিব মানুষ, বিনা খরচে চিকিৎসা পাওয়ার কথা শুনে আসি, কিন্তু প্রায় সময়ই বাইরে থেকে ওষুধ কিনতে হয়।”

অভিযান শেষে দুদক সমন্বিত চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান খান অপু সাংবাদিকদের বলেন, “গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আমরা আজ আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ অভিযান পরিচালনা করেছি। প্রাথমিকভাবে কিছু অনিয়মের প্রমাণ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের মধ্যে ধারণা চলে এসেছে, এখানে ১২টার পরে আর ডাক্তাররা থাকেন না, তাই রোগীরাও ১২টার পরে চিকিৎসা নিতে আসেন না।”

‎অভিযোগের বিষয়টি স্বীকার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, “যেসব অভিযোগের ভিত্তিতে ওনারা এসেছেন, সেসব অভিযোগের বিষয়টি শুনেছি। এসব অভিযোগ নিরসনে যথাযথ ব্যবস্থা নেবো।”

প্রথম / আরডি