সিআরএফ নেতৃবৃন্দের ওসি কর্তৃক সাংবাদিক হেনস্থা ও পুলিশ কমিশনারের প্রেস নোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ ) এরনেতৃবৃন্দ
ডবলমুরিং থানার ওসি কর্তৃক দৈনিক যায়যায়দিনের মাল্টিমিডিয়া রিপোর্টার শাহেদুল ইসলাম মাসুম কে হেনস্থা ও চ্যানেল ২৪ এ প্রচারিত সংবাদের প্রেক্ষিতে স্বাধীন সাংবাদিকতাকে সংকুচিত এবং গণমাধ্যম কর্মীদেরকে পরোক্ষ হুমকি প্রদান করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রেস নোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আজ (২১ আগষ্ট) বৃহস্পতিবার চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম এর সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ ) এর নেতৃবৃন্দ বলেন, ” ডবলমুরিং থানার ওসি কর্তৃক গণমাধ্যম কর্মী শাহেদুল ইসলাম মাসুমকে হেনস্থা এবং চ্যানেল ২৪ এ প্রচারিত সংবাদের প্রেক্ষিতে স্বাধীন সাংবাদিকতাকে সংকুচিত এবং গণমাধ্যম কর্মীদেরকে পরোক্ষ হুমকি প্রদান করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রেস নোট স্বাধীন সাংবাদিকতার অন্তরায় এবং গণমাধ্যমের টুটি চেপে ধরার ঘৃণ্য প্রক্রিয়া বৈ কিছু নয় । সমাজ এবং রাষ্ট্রের নানা অসঙ্গতি জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্তে কাজ করে যাচ্ছে সাংবাদিক সমাজ । কিন্তু দুর্ভাগ্য সেই সাংবাদিক সমাজকে হুমকি প্রদান করে প্রেস নোট এবং পেশাদার গণমাধ্যম কর্মী শাহেদুল ইসলাম মাসুমকে পেশাগত দায়িত্ব পালনকালে ডাবলমুরিং থানার ওসি কর্তৃক শারীরিক নিগৃহের পাশাপাশি যৌক্তিক কারণ ব্যতীত ২০ মিনিট লকআপে রেখে যে বার্তা সাংবাদিক সমাজকে দেয়া হয়েছে , তা ঘৃণা ভরে প্রত্যাখান করছে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম ( সিআরএফ) নেতৃবৃন্দ । অবিলম্বে এই ন্যাক্কারজনক এবং বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচারের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের পাশাপাশি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও মাননীয় তথ্য উপদেষ্টার অতি দ্রুত দৃশ্যমান ও কার্যকর দায়িত্বশীল ভূমিকা দেখতে চাই সিআরএফ নেতৃবৃন্দ । অন্যথায় চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম ( সিআরএফ ) এর নেতৃবৃন্দ রাজপথে কঠোর কর্মসূচির পাশাপাশি পুলিশের সংবাদ বর্জনের ঘোষণা দিতে বাধ্য হবে ।

প্রথম / আরডি