আনোয়ারার সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু আটক

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো.ইয়াছিন হিরুকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) রাতে নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. ইয়াছিন হিরু উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ইয়াছিন হিরু। তার বিরুদ্ধে ২০২০ সালের ২০ অক্টোবর আনোয়ারার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াছিন হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আজ রবিবার (৩ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।

প্রথম / আরডি