রাউজানে মহামুনি মন্দিরে রাজগুরু বিজয়ানন্দ মহাথের’র স্মরণ সভা প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৫ রাউজান ( চট্টগ্রাম ) প্রতিনিধি ঐতিহ্যবাহী মহামুনি মহাবিহারের নবরূপকার রাজগুরু বিজয়ানন্দ মহাথেরর ২২তম মহাপ্রায়ণ দিবস স্মরণে অষ্টপরিস্কারসহ সংঘদান ও স্মৃতিচারণ সভা গতকাল বিহার মিলনায়তনে বিহার অধ্যক্ষ শ্রীসদ্ধর্মশাসনাচার্য অভয়ানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের, উদ্ভোধক ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ এর মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ থের, আলোনায় অংশ নেন রাজগুরু স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক ড. প্রিয়দর্শী মহাথের, সহ-সাধারণ সম্পাদক সংঘনিধি সুমঙ্গল থেরো, শাসনসারথী তিস্সানন্দ মহাথের, শিক্ষক রাজেস মুৎসুদ্দী, আকিঞ্চণ বড়ুয়া প্রমূখ। বক্তারা রাজগরু বিজয়ানন্দ মহাথেরকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে বলেন তিনি জঙ্গলাকীর্ণ মন্দিরের গাছপালা ঝোপ পরিস্কার করে ভিক্ষুসংঘের স্থায়ীভাবে বসবাসের উপযোগী করেন, পরবর্ত্তীতে জাপান-বাংলা গ্রাম উন্নায়নের মাধ্যমে তাঁতশিল্প, টাইপ শিক্ষা কেন্দ্র, অনাথালয় প্রতিষ্ঠিত করে বহু ছেলে-মেয়েকে উচ্চ শিক্ষায় প্রতিষ্ঠিত করে সমাজের দারিদ্র দূরিকরণে ভূমিকা রাখেন।। প্রথম / আরডি SHARES জেলা/উপজেলা বিষয়: