কলকাতায়”রবি উপাসনা”উমেশ চন্দ্র কলেজে পালিত প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৫ তরুণ বিশ্বাস,কলকাতা— গুণীজনদের সম্মাননা প্রদান করার মাধ্যমে। KRS Internationl foundation এর আয়োজনে ও উমেশ চন্দ্র কলেজের যৌথ নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন হলো। ৩০ মে উমেশ চন্দ্র কলেজের সেমিনার কক্ষে। শুরুতেই বিশ্ব কবির প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রফেসর রাম প্রহ্লাদ চৌধুরী,প্রফেসর রাম আহ্লাদ চোধুরী।উমেশ চন্দ্র কলেজের প্রিন্সিপ্যাল প্রফেসর ড.তোফাজ্জল হক।তারপর স্তোত্র উচ্চারণ ও আনন্দলোকে মঙ্গলালোকে সমবেত সঙ্গীত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। KRS এর সেক্রেটারি প্রফেসর রাম প্রহ্লাদ চৌধুরী সংস্থা কার্যাবলী ব্যাখ্যা করেন। প্রিন্সিপ্যাল এর কণ্ঠে কলেজের পঠনপাঠন ও প্রসঙ্গক্রমে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উঠে আসে । KRS এর সভাপতি তথা কোলকাতা বিশ্ববিদ্যালয়ের হিন্দী বিভাগের অধ্যাপক প্রফেসর রাম প্রহ্লাদ চৌধুরী বিশ্বজনীন রবীন্দ্রনাথ ঠাকুর কে তুলে ধরেন। অনুষ্ঠানে তিনটি নতুন বই এর মোড়ক উন্মোচিত হয়। উপস্থিত শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী গণ প্রাসঙ্গিক ভাবে কথায় , গানে, কবিতায় কবি গুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। উপস্থিত প্রত্যেককে উত্তরীয়, স্মারক , মানপত্র , ব্যাগ ও কলম দিয়ে বরণ করা হয়। উদীয়মান শিল্পী পুঙ্কর দাসের দেশ রাগে শ্যামল সুন্দর দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।প্রফেসর অর্চনা পান্ডে আজকের অনুষ্ঠানে উপস্থিত সব্বাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠান টি সুচারুরূপে সঞ্চালনা করেন লাভলি রায় মন্ডল ও প্রদীপ কুমার সেন। SHARES ওপার বাংলা বিষয়: