জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুন ১, ২০২৫

বাহরাইন প্রতিনিধি 

জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার দেশটির রাজধানীর পাঁচ তারকা বাহরাইন ইন্টারন্যাশনাল হোটেলে স্থানীয় সময় রাত ৯ টায় বাহরাইন বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় এতে শুরুতেই কোরআন তেলাওয়াত করা হয়।

এতে  শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির বাহরাইন শাখার  যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আকবর হোসেন কচি, গেস্ট অব অনার হিসেবে  উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সাবের আহমেদ, উপদেষ্টা খ.ম আশরাফ, গিয়াস উদ্দিন মিয়াজি,সহ সভাপতি এম বি জালাল উদ্দীন, আব্দুল লতিফ, আসলাম সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লিমন আহমেদ, মো:আকবর, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মিলাদুর রহমান সজীব ও মোস্তাক আহমেদ, দুলাল তালুকদার, শাহীন আলম মামুন বিএনপি শাখা কমিটি যুবদল সেচ্ছাসেবক দল শ্রমিকদল ও কৃষক দলেরনেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায়  বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন, আলোচনা সভা শেষে  দোয়া ও মোনাজাত করেন আক্তার হোসেন মোল্লা। শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া , তারেক রহমান সহ জাতীয়তাবাদি দলের পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

প্রথম / দেব/ বাহ