কলকাতার “রং তরঙ্গ আর্ট স্কুল”এর বার্ষিক পরীক্ষা সম্পন্ন প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫ তরুণ বিশ্বাস,কলকাতা ২৫ মে রবিবার দক্ষিণ কলকাতায় গড়িয়ার পাঠুলীস্হ বৃজি আশুতোষ নস্কর স্কুলে রং তরঙ্গ আট স্কুলের দুই শতাধিক ছাত্র-ছাত্রী বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ করেন।। উল্লেখ্য যে ২০০৮ সালে এই স্কুলটি গড়িয়ায় প্রতিষ্ঠিত হয়।এই স্কুলের কর্ণধার “বিক্রম সরদার” প্রতি বছরের মতো এবারো কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরনের পুরুস্কার বিতরণ করেন। নতুন মাত্রায় যোগ করা হয়েছে ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম ও অভিভাবকদের জন্য হাত পাখা। “সুরনন্দন ভারতী” র পরীক্ষক পিন্টু দাস পরীক্ষায় উপস্থিত ছিলেন। শিল্প মানে শুধু রঙ তুলির আঁচড় বা ক্যানভাসে কিছু আঁকার নয়,শিল্প একধরনের আত্নার প্রকাশ,অনুভবের ভাষা এবং এমন কিছু বলা,যা শব্দ দিয়ে বলা যায় না। প্রতিটি শিল্পী তার মনের গভীর অনুভূতিকে রঙে,রেখায় ও নীরবতায় প্রকাশ করেন। যারা শিল্প ভালোবাসেন,তারা জানেন -একটা ছবি ,একটা রেখা বা একটা কাঠামো কীভাবে হাজারো কথার চেয়ে বেশি কিছু বলে। তুলির প্রতিটি স্পর্শ যেন এক একটি কবিতা। রঙের প্রতিটি মিশ্রণ যেন এক একটি গান। রঙের খেলা আর আলোর ছায়া -এই দুয়ের মেলবন্ধনেই শিল্পের জন্ম। শিল্প হলো সময়ের প্রতিচ্ছবি, সমাজের দর্পণ। শিল্পের কোন ভাষা নেই, কিন্তু এর অনুভূতি বিশ্বজনীন। আমরা সকলে মিলে শিল্পের এই অনন্ত পথে সঙ্গী হই । প্রথম / আরডি SHARES ওপার বাংলা বিষয়: