ভারত সভা ও মুখর বাংলার যৌথ উদ্যোগে কনভেনশন প্রকাশিত: ৪:২৪ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৫ তরুণ বিশ্বাস,কলকাতা ১১মে রবিবার কলকাতাস্হ ভারত সভার নেতৃত্বে ও মিতা মিত্র এর সঞ্চালনায় প্রতিবাদী কন্ঠস্বর পঙ্কজ দত্ত স্মরণে গণ কনভেনশন। স্বাগত বক্তব্যে ভারত সভা’র সম্পাদক-মানিক চন্দ্র দোলাই,অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাজ্য সরকারের প্রাক্তন সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য, অধ্যাপক মিরাতুন নাহার, শ্রীমতী ইন্দ্রানী দত্ত,ভারতী মুৎসুদ্দি,অভয়ার মা রত্নাবলী দেবনাথ,বাবা শেখর দেবনাথ,মানপত্র পাঠে ইলোরা দেবনাথ, ডাঃ তমোনাশ চৌধুরী, তন্ময় ভট্টাচার্য, সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী,ডাঃ আসফাকু্ল্লা নাইয়া, ড.দেবজিত বন্দোপাধ্যায়,সোম্য আইচ,বিরেন্দ্র বৈদ্য,ভারত সভার সভাপতি প্রফেসর অনিল কুমার রায় প্রমুখ।অভয়াকে নিয়ে বিভিন্ন কবিদের লেখা বই অতিথিদের তুলে দেন বঙ্গ সাহিত্য সন্মেলনের সেক্রেটারি গোপাল চক্রবর্তী।আকিঞচন পত্রিকার সহযোগিতা ও সময় বৃত্তের তৃণনজয় ভট্টাচার্য এর পরিচালনায় দুই টি একাঙক নাটক”আর্জিকর জোরে, ডাক ঘরের জাত কি ? রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে মঞ্চস্থ হয়। ভারত সভার পক্ষে অরুণ ভট্টাচার্য সমাপ্তি ঘোষণা করেন। SHARES আন্তর্জাতিক বিষয়: